খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়সছিল ৭২ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি পদ্মশ্রী পদক প্রাপ্ত শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন।

জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। এছাড়া গত কয়েক দিন ধরে তার শরীরের অবস্থা ভালো ছিল না।

খ্যাতনামা এই গায়ক ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত জীবনে পা রাখেন।

তার সঙ্গীত জীবনে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। তার গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। নশা,  পয়মানা,  হসরত, হামসফর-এর মতো বেশ কয়েকটি  বিখ্যাত অ্যালবাম রয়েছে খ্যাতনামা গজল গায়কের ঝুলিতে।

জেপি/নি-২৭/প