নির্মাতা দীপংকর দীপন নতুন সিনেমায় তৈরির ঘোষণা  দিয়েছেন। তার সিনেমার নাম ‘ছাত্রী সংঘ’। শুক্রবার রাতে কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে এক আয়োজনে এ দেওয়া হয়।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এ সিনেমায় মাধ্যমে উঠে আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ধাপ ব্রিটিশবিরোধী আন্দোলনে কুমিল্লার নারী বিপ্লবী শান্তি-সুনীতির অভিযান ও ইতিহাসের হারিয়ে যাওয়া তাদের নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিন ব্রহ্মের অজানা গল্প। কীভাবে কুমিল্লাতে তারা গড়ে উঠেছিল উপমহাদেশের প্রথম বিপ্লবী নারী দল আর সেই দলের অপারেশনের  আজনা গল্প তুলে ধববে ছাত্রী সংঘ।

সিনেমা সম্পর্কে নির্মাতা বলেন, গল্পটা জেনে আমি বিস্মিত হয়েছিলাম। কারণ কিছু ছাত্রী মিলি একটা বিপ্লবী দল গড়ে তুলে এমন একটা অপারেশন করেছিল যা ভয় পাইয়ে দিয়েছিল অত্যাচারী ব্রিটিশরাজকে। এই দলকে দেখতে নেতাজী সুভাষ চন্দ্র বসু কুমিল্লায় এসেছিলেন।

সিনেমায় চিত্রনাট্য লিখেছেন সৌনাভ বসু। তবে কারা অভিনয় করবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শিগগিরই ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সংক্রন্ত বিস্তারিত জানাবেন নির্মাতা।

জেপি/নি-২৫/প