স্পেশাল করেসপনডেন্ট:

মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক যাত্রাপালা 'প্রেয়সী আনার কলি'।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামে ওয়ায়েছি দরবার শরীফে এই যাত্রাপালার আয়োজন করা হয়। এতে অভিনয় করেন জনপ্রিয় নাট্যঅভিনেতা ফারুক আহমেদ, মোহাম্মদ আলী মুরতজা পলাশ,পূরবী দত্তসহ অনেকে।  যাত্রাপালাটি উপভোগ করেন দূরদূরান্তের নানা বয়সী হাজারো মানুষ।

Screenshot 2024-01-27 122333

ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য রচিত নাটকটি পরিচালনা করেন নাসিবুল হাসান ফয়সাল আল-ওয়ায়েছি এবং আলী মাশরাফি অন্তু (ওয়ায়েছি)।

Screenshot 2024-01-27 123101 (1)

মহাত্মা পাগল বাজান হাসেম আলী ওয়ায়েছি (র:) এর ৩৯তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষ্যে ৬ দিনব্যাপী অনুষ্ঠানের তৃতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Screenshot 2024-01-27 122255

শনিবার (২৭ জানুয়ারি) তৃতীয় দিন অনুষ্ঠিত হবে কলকাতার ‘সা রে গা মা পা’ খ্যাত শিল্পী পৌষালী ব্যানার্জীর একক সংগীতানুষ্ঠান।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে পালাগানের আসর। গান পরিবেশন করবেন বাউল মাতা আলেয়া বেগম ও সুনীল কর্মকার।

২৯ জানুয়ারি পালাগানের আসরে গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান ও লিপি সরকার।

জমদুয়ারা ওয়ায়েছিয়া দরবার শরীফের এই অনুষ্ঠানে প্রতিবছর জাতি-ধর্ম নির্বিশেষে দূরদূরান্তের হাজারো মানুষ অংশ নেন।

জেপি/নি-২৭/বিএমকে