ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থিরতা ছড়িয়েছে দেশের বাজারে। ঢাকার বাজার গুলোতে ইতোমধ্যেই তা ছাড়িয়েছে ডাবল সেঞ্চুরি। বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজার গুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে। বিভিন্ন মুদি দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজিতে। তবে দু’একটি দোকানে বিক্রি হচ্ছে ২১০ টাকা দরেও। সেখানেই ভিড় করছেন ক্রেতারা।
পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজ পাঠানো বন্ধ করার খবরে সাপ্লাই কমে গেছে। আর সাপ্লাই কমলে বাজারে তো দাম বাড়বেই। আমরা আড়তে ২২০ টাকা দরে বিক্রি করছি। দাম আরও বাড়বে বলে মনে হচ্ছে।
এদিকে, শনিবার (৯ ডিসেম্বর) অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে সারাদেশে অভিযান চালিয়ে ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেপি/নি-১০/এমএইচ