বিশ্বের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম হলো লাদাখ। এখানেই বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা উমলিং লা। এটি ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। এবার সেখানেই হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। এতো উচ্চতায় ফ্যাশন শো-টি করার কারণে বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে এটি।
উক্ত এই শো-তে বিশ্বের ১২টি দেশে মডেলরা অংশগ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো ২০১৯ সালে বাংলাদেশের হয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা।
এই শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। বাংলাদেশে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা। তার এমন সাফল্যে তিনি নিজেও আনন্দিত।
তিনি বলেন, দেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ।
জেপি/নি-৩/প্লাবন