এবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো দেশের শোবিজ অঙ্গন। গতকাল রাতে মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম খেলা চলাকালীন সময়ে নির্মাতা দীপঙ্কর দীপন ও নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

নির্মাতা দীপঙ্কর দীপনের দলের বেশ কয়েকজন খেলোয়াড় এ হাতাহাতিতে আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে আছেন, রাজ রিপা, জয় চৌধুরি, মৌসুমি হামিদ, শিশির শিকদার সহ অনেকেই।

গতকাল রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচ খেলতে দুই দল মুখোমুখি হয়েছিল। কিন্তু ম্যাচ চলাকালীন সময়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর তা দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

হাতাহাতির পর রাজ রিপা অভিযোগ করে বলেন, অভিনেতা শরিফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজ তার গায়ে হাত তোলেন।

একই দলের অন্য খেলোয়াড় জয় চৌধুরি বলেন, রাজ ভাইয়ের টিম থেকে আমাদের টিমের ওপর আক্রমণ শুরু করে। তারা বাইরের থেকে লোক নিয়ে এসেছে। আমাদের একজনকে তুলে নিয়ে মারধর শুরু করে। এর মধ্যে মৌসুমি হামিদ আহত হন।

এ ঘটনার পর মাঠ থেকে বেরিয়ে যান নির্মাতা মোস্তফা কামাল রাজ।

জেপি/নি-৩০/প্লাবন