শাহজালাল বিমানবন্দরের অস্থায়ী গুদামের ৫৪ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দিচ্ছে ঢাকা কাস্টমস হাউস।

সোমবার (৪ সেপ্টেম্বর) কাস্টমস কর্মকর্তারা জানান, আজ ৫৪ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যায়, যার মূল্যমান প্রায় ১৫ কোটি টাকা।

রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসব স্বর্ণ মূলত যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে জমা রাখা হয়েছিল। তবে এত স্বর্ণ উধাও হওয়ার বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না কাস্টমস কর্মকর্তারা। এমনকি তথ্য সংগ্রহে গেলে ঢুকতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদেরও। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ভেতরে ঢুকতে পারেন গণমাধ্যম কর্মীরা।

এদিকে অপরাধীদের ধরতে গুদামের পাহারায় নিয়োজিত চার সহকারি রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

জেপি/নি-৪/এমএইচ