এশিয়া কাপে আগে টাইগার শিবিরে একের পর এক দুঃসংবাদ পাওয়া যাচ্ছিল। এর মধ্যে অন্যতম হলো এশিয়া কাপের আগে সহ অধিনায়ক লিটনের জ্বর। এখন টাইগাররা  শ্রীলঙ্কায় অবস্থান করছে। কিন্তু এই জ্বরের কারণে দলের সাথে যোগ দিতে পারেননি তিনি।

কিন্তু স্বস্তির বিষয় হলো লিটনের ডেঙ্গু হয়নি। ধারণা করা হচ্ছে তার সিজনাল ফ্লু হয়েছে। গত কালই জানা গেছে তার জ্বর কমেছে। আজ সকালে জানা গেছে হালকা জ্বর রয়েছে তার। তার তাপমাত্রা ১০০ ড্রিগ্রি ফারেনহাইটের বেশি নয় । তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আজও তাকে  শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে না। আগামীকাল থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ আসর  বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

তাই লিটন দাস যদি আগামীকাল শ্রীলঙ্কায় যায় তবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

জেপি/নি-২৯/প্লাবন