আরও একটি দুঃসংবাদ টাইগার শিবিরে। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছে এবাদত। এরপর জ্বরের কারণে শ্রীলঙ্কায় যাওয়া হয়নি লিটন দাসের। এখন পর্যন্ত জ্বর কমেনি তার। এশিয়া কাপের আগে তার জ্বর যদি না কমে তার বিকল্প হিসেবে ওপেনার সাইফ হাসানকে ভাবা হচ্ছে।

কিন্তু দুশ্চিন্তা রয়েছে তাকে নিয়েও। কারণ তারও ডেঙ্গু পজিটিভ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেছেন, কয়েকদিন আগে সাইফের ডেঙ্গু পজিটিভে এসেছে। কিন্তু এখনো তার তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।

তাই সব মিলিয়ে বেকায়দায় আছে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত কে যায়, লিটন না সাইফ? সেটাই এখন দেখার বিষয় ।

উল্লেখ্য, ৩১ আগস্ট লঙ্কানদের বিরুদ্ধে বেলা ৩টায় মাঠে নামবে টাইগাররা।

জেপি/নি-২৮/প্লাবন