গতকাল অধিনায়ক নির্বাচন করার জন্য বিসিবির উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সেই সভায় কোন সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। এতোদিন সাকিব ও লিটনের নাম অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকলেও সভা শেষে জানা গেল এ দুজন শুধু নয়, আরও একজন আছে এই তালিকায়। হ্যাঁ লিটন, সাকিবের সাথে মেহেদি হাসান মিরাজের নামও উঠে এসেছে।
বিসিবি পরিচালক জালাল ইউনুস সাংবাদিকদের বলেন , আপনারা জানেন সাকিব আছে। লিটনও আছে আমাদের প্রমিজিং মিরাজ আছে। সেও একজন।
যাকে অধিনায়ক নির্বাচন করা হবে, তিনি কি বিশ্বকাপে অধিনায়ক হবেন? এমন প্রশ্নের উত্তরে জালাল বলেন, ‘এ ভাবে আলোচনা হয়নি। যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আসছে, তাই আমরা চাচ্ছি আগে এশিয়া কাপের জন্য ক্যাপ্টেন বাছাই করতে।
এশিয়া কাপের অধিনায়ক সহ দল ঘোষণা করতে এরই মধ্যে অনেক দেরি হয়েছে। সেটা কতদিনের মধ্যে হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এখনো দেরি হয়নি। ১২ আগস্ট পর্যন্ত সময় আছে। তার আগেই জানা যাবে। অর্থ্যাৎ ১২ তারিখের আগেই নতুন অধিনায়কের নাম জানাবে বিসিবি।
জেপি/নি-৯/প্লাবন