আজ মধ্যরাতে বাংলাদেশে আসবে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। বিসিবির একটি প্রতিনিধি দল ট্রফি নিয়ে আগত অতিথিদের স্বাগতম জানাতে বিমান বন্দরে আগে থেকেই উপস্থিত থাকবেন।
মোট তিন দিন ঢাকায় থাকবে ট্রফিটি। বিশ্বকাপের ৫০ বছর পূর্তিতে এ বার তাই বিশ্ব ভ্রমণ প্রতিবারের তুলনায় একটু বেশিই করছে ট্রফিটি। বিভিন্ন দেশ ভ্রমণ করে আজ মধ্য রাতে বাংলাদেশে আসবে ট্রফিটি।
বিসিবি-র পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল (৭ আগস্ট) বিশ্বকাপ ট্রফি কে পদ্মা সেতুতে ছবি তোলার জন্য নেওয়া হবে। মঙ্গলবার (৮ আগস্ট) শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফিটিকে। সেখানে ক্রিকেটার, পরিচালক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে।
৯ আগস্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জন সাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে। এর জন্য কোন টিকিট লাগবেনা । সাধারণ মানুষ নির্দিষ্ট দূরুত্ব থেকে ছবি তোলা ও দেখার সুযোগ পাবে।
জেপি/নি-৬/প্লাবন