পাকিস্তানের একটি ইসলামিক দলের রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যূর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ডন ও জিও নিউজের।
রোববার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার বাজুয়ারে এই সম্মেলনে বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে আসে। পুলিশ ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে।
হামলার পর দলটির এক জ্যেষ্ঠ নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। এর আগেও দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
উল্লেখ্য, প্রবীন রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল (জেইউআই-এফ) -এর এক সমাবেশকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এই বিস্ফোরণে দলটির এক গুরুত্বপূর্ন নেতা মাওলানা জিয়াউল্লাহ জান সহ ৪৪ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
জেপি/নি-৩১/প্লাবন/এমএইচ