সম্প্রতি শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে উঠলেও কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
সাফের স্বপ্নভঙ্গ হলেও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। পূর্বের ১৯২ তম অবস্থান থেকে এগিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে বর্তমানে ১৮৯ তম স্থানে অবস্থান করছে লাল-সবুজ বাহিনী।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফিফা।
ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই র্যাংকিংয়ে দীর্ঘসময় ১৯২ তম অবস্থানে আটকে ছিল বাংলাদেশ। পয়েন্ট ছিল ৮৮৪। সাফের দুর্দান্ত পারফরম্যান্সের পর ৮ রেটিং বেড়ে েএখন সেটি হয়েছে ৮৯২.৪৪। একইসাথে এগিয়ে গেছে তিন ধাপ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮৯ তম।
জেপি/নি-২০/এমএইচ