দেশের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে ১২৩ টন কাঁচামরিচ দেশে ঢুকেছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকালে পাঁচটি ট্রাকে করে ৩৩ টন কাঁচামরিচ বেনাপোল বন্দর দিয়ে দেশে আসে।

সীমান্তের ওপারে কাঁচামরিচ নিয়ে আরও ট্রাক অপেক্ষা করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আমদানি হওয়া কাঁচামরিচ রপ্তানিকারকরা বনগাঁসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে পাঠায় বলে জানিয়েছে বেনাপোলের আমদানিকারক ঊষা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল।

আমদানি মূল্য ও কাস্টম শুল্ক ছাড়াও পরিবহণসহ দুই দেশের অন্যান্য খরচ, সব মিলিয়ে ঢাকার পাইকারের হাতে পৌঁছানো পর্যন্ত আমদানি করা ভারতীয় কাঁচামরিচের দাম পড়ে যায় ১৫০-১৬০ টাকার মতো। এর সঙ্গে বাজারের টোল ও সামান্য লাভ যোগ করে পণ্য বিক্রি করবেন তারা।

উল্লেখ্য, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের বাজারে কাঁচামরিচের উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

জেপি/নি-৫/এমএইচ