যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলে বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত তিনজনের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপর এক নারীকে সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করছে পুলিশ।

নিহত বন্দুকধারী একজন নারী এবং তিনি ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করছে, এমনটিই জানিয়েছে বিবিসি।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না।

এ ঘটনায় আগামী ২২ ডিসেম্বর রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, এখনই কংগ্রেসে আমাদের আইন করা উচিত। এটা অপ্রত্যাশিত যে, আমরা আমাদের বাচ্চাদের বন্দুক সহিংসতা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে এভাবে চলতে দেওয়া যায় না।

জেপি/নি-১৭/এমএইচ