বাজারের ওপর সবসময় কারও পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না, এটা ওঠানামা করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বাজারে আপনাকে ফিক্সড করে দেওয়া নাই যে তিনটার বেশি টমেটো কিনতে পারবেন না বা ছয়টার বেশি ডিম কিনতে পারবেন না। যেটা উন্নত দেশগুলোতে হচ্ছে। তবে উন্নত দেশ গুলোতে দাম নিয়ন্ত্রণে এসেছে, আপনারা পারেননি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, নিয়ন্ত্রণে আসেনি।

সেতুমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি ওঠানামা হবেই। সবকিছু সরকারের কড়াকড়ির ওপর নির্ভর করে এমনটা মনে করার কোনো কারণ নেই। বাজার পরিস্থিতির ওপর সরকারের সেভাবে হাত ছিল না।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের গরু কেনার সাধ্য তো আরও বেড়ে গেছে। বাজারের ওঠানামা ভিন্ন জিনিস। এ দেশের মানুষকে আমরা কষ্টে থাকতে দেবো না, এটা আমাদের প্রতিজ্ঞা।

জেপি/নি-২/এমএইচ