আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম। এ নিয়ে টানা দুই কার্যদিবসে গমের মূল্য হ্রাস পেলো। মঙ্গলবার (৯ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম আরেক দফা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজনেস রেকর্ডের ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীতকালীন ফসলের অবস্থা খারাপ রয়েছে। শস্য অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও সে তুলনায় গমের চারার উন্নতি হয়নি। ফলে তুলনামূলক দর কম কমেছে।

কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৮ মে। এর আগে চুক্তিটির নবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। এবার প্রতি বুশেল গমের মূল্য স্থির হয়েছে ৬ ডলার ৪৬ সেন্টে। সিবিওটিতে দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ২ শতাংশ।

আসন্ন জাহাজীকরণ নিবন্ধন করতে অস্বীকার করে কৃষ্ণসাগরের শস্য চুক্তি কার্যত বন্ধ করেছে রাশিয়া। ইতোমধ্যে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মস্কো। তবে বিশ্ববাজারে গমের সরবরাহ স্বাভাবিক রাখতে সেটির মেয়াদ বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ ও তুরস্ক।

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক 


জেপি নিউজে জনপ্রিয়