যুক্তরাষ্ট্রের এক শপিংমলে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত হওযার খবর পাওয়া গেছে। একইসাথে পুলিশের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারীও। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

শনিবার (৬ মে) টেক্সাসের ডালাসের উত্তরে অ্যালেন শহরের ব্যস্ত একটি শপিংমলে বন্দুক হামলা ও হতাহতের এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে এক বন্দুকধারী হঠাৎ এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। পরে তাকে থামাতে পাল্টা গুরি চালাতে শুরু করে পুলিশ। গোলাগুলির এক পর্যায়ে একজন পুলিশ অফিসারের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। শহরের ফায়ার চিফ জোনাথন বয়েড বলেন, বন্দুকধারীসহ ৭ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুজন পরে হাসপাতালে মারা যান। হামলায় আরও বেশি লোক আহত হয়ে থাকতে পারেন বলেও জানিয়েছেন তিনি।টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য।

যুক্তরাষ্ট্রে এধরনের বন্দুক হামলা এটিই প্রথম নয়। প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও এধরণের হামলা হচ্ছে। এসব হামলায় দেখা যায় শুধু মাত্র একজন মানুষই এধরণের হামলা চালিয়ে থাকে। এসকল বন্দুক হামলার জন্য মূলত অস্ত্র আইনকেই দায়ি করে যুক্তরাষ্ট্রেরে নাগরিকরা।

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক