জেপি নিউজ ২৪ ডটকম:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন সাতপুকুরিয়া গ্রামের দিনমজুর ফারুক হোসেনের ছেলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে আটকে পড়ে মালয়েশিয়ায় চলে যাওয়া বাক প্রতিবন্ধি রাতুল ইসলাম ফাহিম (১৪) পানিতে ডুবে মারা যান । শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় লোকজন জানায়, বুদ্ধি প্রতিবন্দ্বী ফাহিম আনুমানিক দুপুর ২টায় দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে পানিতে নামে ডুব দিয়ে আর উপরে উঠতে পারেনি ফাহিম । কিছুক্ষণ পর আশপাশের লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ জানান, খবরটি শুনার সাথে সাথে রাতুলের বাড়িতে গিয়েছে । দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তাও করেছি। অস্বাভাবিক মৃত্যুর কারনে প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে জানাজা নামাজ শেষে রাতে তার মরদেহ দাফন করা হয়।
মনোহরগঞ্জ ঝলম দক্ষিণ ইউনিয়ন সাতপুকুরিয়া গ্রামের দরিদ্র কৃষক মো ফারুক হোসেনের বড় ছেলে রাতুল ইসলাম ফাহিম কয়েক'মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে আটকা পড়ে মালয়েশিয়ার কেলং বন্দরে চলে যায়। পরে স্থানীয় পুলিশদের সহযোগিতা তাকে উদ্ধার করেন, এবং বাংলাদেশ দুতাবাসের মাধ্যমে ফাহিম ১ মাসের মাথায় বাংলাদেশে ফেরত এনে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।
জেপি নিউজ ২৪ ডটকম/শ