ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন‌ করা হয়েছে।
 
গত ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে বিদ্যালয় আঙিনায় বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মো. বিল্লাল হোসেন খান, মো. জাকির হোসেন, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মো. দেলোয়ার খান, মো. আজিম খান, এস এম জাফর আলম, এড. কবির হোসেন, হুমায়ুন ফরিদ, কবিরুজ্জামান উজ্জ্বল, মৃদুল হাসান টিপু ও মুজাহিদ মাসুমসহ অন্যান্যরা।
জানা যায়, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১৯ বছর যাবৎ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিতর্কসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত হয়েছে। এতে করে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা অবনতি ঘটে। ফলে সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতেই মাস ব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির কার্যক্রম গ্রহণ করা হয়।
 
গণস্বাক্ষর কর্মসূচির কার্যক্রম উদ্বোধনের পরেই ঝিটকা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগনের মাঝে গণস্বাক্ষর কর্মসূচীতে বিভিন্ন বিষয় তুলে ধরে লিফলিট বিতরণ করা হয়। 
 
জেপি নিউজ ২৪ ডটকম /প্রতিনিধি