জেপি নিউজ ২৪ ডটকম:

বঙ্গোপসাগরে আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ১১ থেকে ১৫ মে’র মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘মোচা’। নামটি দিয়েছে ইয়েমেন।

শনিবার (২৯ এপ্রিল) রাতে মার্কিন গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এ তথ্য জানিয়েছে। 

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। তবে ঝড়টি (মোচা) কবে কোথায় তৈরি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড়টি তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে। ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের চট্টগ্রাম অথবা ভারতের ওড়িশা রাজ্যের উপকূলেও আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানলে সেসময় বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

২০২০ সালেও মে মাসে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। সেসকল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল।

জেপি নিউজ ২৪ ডটকম