জেপি নিউজ ২৪ ডটকমঃ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আদালতের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীন, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী চৌধুরী ও পৌর মেয়র মো. রমজান আলী সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের সভাপতি জয়শ্রী সমদ্দার বলেন, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাধ্যমে অনেক মামলার নিস্পত্তি করা হয়েছে এবং মামলা ছাড়াও উভয় পক্ষকে ডেকে আইনগত পরামর্শের মাধ্যমে পারিবারিক ঝামেলা মিমাংসা করা হয়েছে।

তিনি আরো বলেন, যে সকল ভুক্তভোগী আইনগত সহায়তা কমিটির কাছে আসছেন, সরকারি খরচে প্রত্যেককে আইন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়েছে এবং আগামীতেও করা হবে।

এর আগে সকালে বেলুন উড়িয়ে এবং পায়রা উন্মুক্ত করার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কর্মসূচির উদ্বোধণ করা হয়।

জেপি/নি-২৮/প্লাবন