জেপি নিউজ ২৪ ডটকমঃ
আন্তর্জাতিক শব্দ চেতনা দিবসের দিনে মানিকগঞ্জে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে জেলার ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ লাইন্স এর সামনে ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৫টি যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দসহ শব্দদূষণের দায়ে ৪ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
এর আগে সকালে এই দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী, সিভিল সার্জেন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামসহ জেলার যানবাহনের মালিক, শ্রমিক সমিতির নেতা বৃন্দসহ চালকেরা।
জেপি/নি-২৬/ডেস্ক