মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা

গোয়ালঘরে আগুন,গরু বাঁচাতে গিয়ে গৃহকর্তা নিহত

জেপি নিউজ ২৪ডটকম:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দীঘলিয়া গ্রামে মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লাগে।

আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে আব্দুল নামের এক গৃহকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।  রবিবার রাতে এ ঘটনা ঘটে । 

সেই সঙ্গে দুটি গরুও দগ্ধ হয়ে মারা গেছে। অপরদিকে স্বামী ও গরু দুটিকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ মিসেস আব্দুল্লাহ। তিনি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, কৃষক আব্দুল আলী রোববার রাত ৮টার দিকে তার গোয়ালঘরে মশারি টাঙিয়ে মশার কয়েল ধরিয়ে দিয়ে নিজ শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। এর ঘন্টাখানেক পর সেই মশার কয়েল থেকে মশারিতে আগুন লাগে । আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই গোয়াল ঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে যায় । জীবনের মায়া ত্যাগ করে আদরের গরু বাঁচাতে গিয়ে গৃহকর্তার মৃত্যু হয় ।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, রাতে খবর পেয়ে আব্দুল রহমানের মরদেহ উদ্ধার করা হয়। তার আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা জানান,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‌নিহত আব্দুল রহমানের পরিবারকে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তৎক্ষণাৎ বিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে । এ ঘটনায় আহত আব্দুল রহমানের স্ত্রী কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ‌। পরবর্তীতে আর সহযোগিতা করা হবে বলে তিনি জানান । 

জেপি নিউজ ২৪ডটকম/শরিফুল