জেপি নিউজ ২৪ডটকম:
মানিকগঞ্জের হরিরামপুরে কীটনাশক পান করে সাহেব আলী (৪৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদীনগর গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামেরই আয়নালের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিল। সংসারে আর্থিক অভাব অনটনে চিকিৎসাও করতে পারছিল না। এ কারণেই হয়তো সে ধান ক্ষেতে দেয়ার বিষ (কীটনাশক) পানে আত্নহত্যার পথ বেছে নেন। পরিবারের লোকজন টের পেয়ে মুমূর্ষ অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্ণেল মালেক মেডিকেল কলেজে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তিনি মারা যান। রাত সাড়ে ১১টার টার দিকে তার লাশ শরফদীনগর গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
রবিবার সকাল ১১ টার দিকে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, মৃত সাহেব আলী দীর্ঘ দিন যাবৎ পেটের পীড়া জনিত ব্যাথা- যন্ত্রণায় ভুগছিল এবং ব্যাথা-যন্ত্রনা সহ্য করতে না পেরে সাহেব আলী বিষ পানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।