জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানুষ মানুষের জন্য-এই শ্লোগানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী মানব কল্যাণ পরিষদ। সোমবার (১৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপলক্ষে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।এর মধ্যে ৬০ মসজিদের ইমাম রয়েছেন।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন আতোয়ার, সিনিয়র সহ সভাপতি জসীম উদ্দিন,সহ সভাপতি শহীদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ২০২১ সালে প্রবাসী মানব কল্যাণ পরিষদ হাটিপাড়া ইউনিয়ানের প্রবাসীদের সম্মন্বয়ে গঠিত হয়।দেশের নানা প্রান্তে থাকা এসকল প্রবাসীদের সহযোগিতায় ঈদ, করোনাসহ নানা উৎসব ও প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ান|আর্ত মানবতার সেবায় আমরা প্রবাসীরা-এই পরিচয়ে আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান সংগঠনের সদস্যরা।

জেপি/নি-২০/ডেস্ক।