জেপি নিউজ২৪ ডটকম:
ক্রেতাদের আস্থা অর্জন করে অনলাইনে দুই মাসে লাখ টাকার বেশি মাছ বিক্রি করেছেন কেজিফুডকোর্টের স্বত্বাধিকারী মো. অন্তর ভূইয়া। 
 
অন্তর ভূইয়ার বাড়ি হাওর বেষ্টিত জনপদ কিশোরগঞ্জ জেলায়। আর তাই সর্বশেষ তিনি ভোক্তাদের জন্য কেজিফুডকোর্টে সংযোজন করেন হাওরের তাজা মাছ। গত ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ থেকে হাওরের মাছ বিক্রি শুরু করেন তিনি। মাত্র দুই মাসের ব্যবধানে তিনি লাখ টাকার বেশি হাওরের মাছ বিক্রি করেছেন।
 
তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি প্রতিষ্ঠা করেছেন ভেজালমুক্ত পণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 'কেজিফুডকোর্ট'। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তরুণ অনেক উদ্যোক্তার উন্নয়নেও কাজ করছেন তিনি। তার লক্ষ্য ভোক্তাদের নিকট ভেজালমুক্ত পণ্য পৌঁছে দেয়া। 
 
অন্তর ভূইয়া বলেন, হাওরের মাছের প্রতি মানুষের সবসময়ই একটা আকর্ষণ থাকে। কিন্তু অনলাইনে আজকাল পণ্য কেনার ক্ষেত্রে মানুষের আস্থা কম। সেখানে মাছ কেনার আগে আরো বেশি ভাবেন ক্রেতারা। দীর্ঘ তিনবছর ধরে অনলাইনে কাজ করার ফলে আমার প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে আমার নতুন সংযোজন হাওরের মাছে। 
 
তিনি আরো বলেন, এই অল্প সময়েই অনেক পুনঃক্রেতা তৈরি করতে পেরেছি। যা সতেজ মাছ সরবরাহ করার ফলে সম্ভব হয়েছে। মানুষের আস্থার পূর্ণ প্রতিদান দিতে পেরেছি যার ফলস্বরূপ ক্রেতারা নিজের জন্য যেমন মাছ নিয়েছেন তেমনি তাদের আত্মীয়-স্বজনদেরকেও মাছ উপহার দিয়েছেন। 
 
মো. অন্তর ভূইয়া কেবল দেশের মানুষের আস্থা নয়, অনেক প্রবাসীদেরও আস্থার জায়গা দখল করে নিয়েছেন। মাত্র দুই মাসেই তিনি মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, ইতালি প্রবাসী অনেকের থেকেও মাছের অর্ডার পেয়েছেন। তারা দেশে থাকা স্বজনদের জন্য কেজিফুডকোর্ট থেকে মাছ কিনে পাঠিয়েছেন দূর প্রবাস থেকেও।
 
সময়টা ২০২০ সালের ২৯ আগস্ট। ‘শুটকিওয়ালা’ নামে ফেসবুক পেজ খুলে নিজ জেলা কিশোরগঞ্জের বিখ্যাত পণ্য চ্যাপা-শুটকি অনলাইনে সারাদেশে বিক্রি শুরু করেন। এরপর ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে মিঠা পানির শুটকি এবং সামুদ্রিক বেশকিছু শুটকি যোগ করেন। শুরু থেকেই তিনি নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের দিকে পূর্ণ ফোকাস রেখেছিলেন। সেই যে শুরু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের কাঙ্ক্ষিত স্বপ্নকে ছুঁতে প্রতিষ্ঠা করেন 'কেজিফুডকোর্ট'৷ এরপর একের পর এক পণ্য সংযোজন করেন তিনি। আম, পনির, ফ্রেশ চাল থেকে শুরু করে আরো অনেককিছু। সর্বশেষ সংযোজন হাওরের তাজা মাছ।
 
অন্তর ভূইয়া বলছিলেন, আমি স্বপ্ন দেখি একদিন আমার কেজিফুডকোর্টের নিজস্ব ডেলিভারি ভ্যান থাকবে। সারাদেশে নিরাপদ পণ্য সরবরাহ করব নিজস্ব ভ্যান দিয়ে।
আমার ব্যবসায়ের পরিধি বাড়বে। আরও নতুন নতুন পণ্য সংযোজন করব আমি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও চাকরির প্রতি আমার তেমন আগ্রহ ছিল না। বরাবরই আমি স্বপ্ন দেখতাম নিজের মতো করে কিছু করার মাধ্যমে স্বাধীনভাবে পথ চলার। আর তাই পড়াশোনা শেষে নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে এমন উদ্যোগ হাতে নিয়েছি।
 
 
জেপিনিউজ২৪ডটকম/শ