ঢাকার নিউ মাকের্টে আগুন ,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬ ইউনিট

জেপি নিউজ২৪ ডটকম :

এবার রাজধানী ঢাকার নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট। সকাল সাড়ে সাতটা নাগাদ ফায়ার সার্ভিসের আরো ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগদেন। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের ২৬ ইউনিট কাজ করছে। 

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর  সাড়ে ৫টার দিকে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে । ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এ  তথ্য জানান। তিনি জানান,নিউ মাকের্টের অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে ২২ টি ইউনিট পাঠানো হয়েছে। এছাড়াও এ অগ্নিকান্ডে সহযোগিতা করছে র‌্যাব,পুলিশ,বিজিবিসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

জানাগেছে,নিউ মাকের্টেরেআগুন লাগার স্থানটিতে মানুষের ভির থাকার কারনে আগুন নেভানোর কাজ করতে ভায়ার সার্ভিসের কর্মীদের কিছুটা বেগ পেতে হচ্ছে। কতক্ষণ নাগাত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসবে এ বিষয়ে নিদিষ্ট করে জানাযায়নি। 

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায়  বহু পোশাকের দোকান রয়েছে। দোকানিদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো নিউ মার্কেট এলাকা । 

 

জেপিনিউজ২৪ ডটকম/শ