জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানিকগঞ্জের হরিরামপুরে  বিএনপির অবস্থান কর্মসূচিতে বাঁধা ও হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।হামলা চালানো হয় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও।বিএনপির দাবি, উপজেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালায়।তবে হামলার বিষয়টি অস্বীকার করে যুবলীগ নেতারা বলছেন, তাদের তৎপরতায় বিএনপি নাশকতা চালাতে পারেনি।

হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ জানান, শনিবার(৮ এপ্রিল)বিকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিটকা বাজারে পদযাত্রা করার প্রস্ততি নিয়েছিলেন তারা।কিন্তু সেখানে আগে থেকেই অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়।এরপর গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

তিনি জানান, অবস্থান কর্মসূচিতে আসার পথে বিকাল ৩টার দিকে ঝিটকা গার্লস স্কুল মোড় ও ঝিটকা গোপিনাথপুর ব্রিজ এলাকায় যুবলীগ ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এসময় জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হকের প্রাডো গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।একই সময়ে ঝিটকা বাজারে স্থানীয় যুবদল নেতা শহিদুল শিকদার সোহেলের দোকানেও হামলা চালানো হয় বলে ওই বিএনপি নেতা অভিযোগ করেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিন চৌধুরী রিফাত বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন।তিনি জানান, আমাদের তৎপরতায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করতে পারেনি।নাশকতা ঠেকানো হয়েছে।

হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ ফরিদ মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিএনপির নাশকতা ঠেকাতে আমরা মাঠে ছিলাম। তারা আমাদের উপর হামলার পরিকল্পনা করেছিলো, আমরা তা প্রতিহত করেছি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুমন কুমার আদিত্য জানান,  হামলা ও ভাংচুরের বিষয়ে তাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জেপি/নি-৮/ডেস্ক