নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের দৌলতপুরে অগ্নিকান্ডে ২টি পরিবারের ৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে। আজ শুক্রবার ইফতারের আগ মুহুর্তে উপজেলার আবুডাঙ্গা গ্রামে অগ্নিকান্ডের এ ভয়াবহতা ঘটে। এসময় দুইটি পরিবারের তিনটি ঘর ও ঘরে থাকা সকল মালামাল ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আমজাদ মিয়া ও লাভলু হোসেন জানান, রান্না করার সময় ওই ঘর থেকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আশাপাশে আগুনের লেলিহা ছড়িয়ে পরে। এসময় তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা প্রায় বার লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি।
এবিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আমি অগ্নিকান্ডের ঘটনা শুনার পর তাৎক্ষণি ঘটনা স্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে তাদের দুইটি পরিবারে দশ লক্ষ টাকার উপরে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
জেপিনিউজ২৪ডটকম/শ