জেপিনিউজ২৪ডটকম: পবিত্র ঈদুল ফিতরে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (৭ এপ্রিল)। তবে এবার কাউন্টারে নয়, শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন তিনি বলেছিলেন ঈদযাত্রা ও ফিরতি সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। তবে শুক্রবার সকাল ৮টার কয়েক মিনিট পর বাংলাদেশ রেলওয়ের টিকেটিং ওয়েবসাইটে  ঢুকে দেখা গেছে, ঈদযাত্রায় যেসব রুটে টিকিটের চাহিদা বেশি থাকে, সেগুলোতে কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে।  সকাল ৮টার পর ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী চারটি ট্রেনের কোনোটিতেই কোনো টিকিট নেই। তবে যেসব রুটে বরাবরই চাপ কম থাকে সেসব রুটে টিকিট মিলছে বেশ পরেও। সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের সব ট্রেনেই টিকিট পাওয়া গেছে। ঢাকা-খুলনা রুটেও কিছু সিট খালি দেখা গেছে। সহজের সিইও সন্দ্বীপ দেবনাথ সাংবাদিকদের বলেন ওয়েবসাইটের উন্নয়ন করা হয়েছে ফলে কয়েক সেকেন্ডেই পেয়ে যাচ্ছে টিকিট।

 

জেপিনিউজ২৪ডটকম/শ