জেপিনিউজ ২৪ডটকম:    

মানিকগঞ্জের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার জনকে আটক করেছে। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ২০ গ্ৰাম হেরোইন, ২০০ পিচ ইয়াবা্ ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ডিব ‘র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।   

পুলিশ জানায় বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাতে  জেলার সিংগাইর উপজেলার ধল্ল্যা লক্ষীপুর এলাকা হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন’কে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা এলাকা থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক করে ডিবি পুলিশ। এছাড়াও ওইদিন রাতে আরেকটি অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকা হতে ২০ গ্রাম হেরোইনসহ একজন কে আটক করে পুলিশ ।  

এসব অভিযানে আটককৃতরা হলো , সদর উপজেলার পূর্ব মিতরা গ্রামের জিন্নত আলীর ছেলে সোলায়মান আলী,একই উপজেলার গোলড়া চরখন্ড গ্রামের রসমত আলীর ছেলে আলমগীর হোসেন , সিংগাইর উপজেলার ধল্ল্যা লক্ষীপুর গ্রামের আল ইসলাম ও মাসুদ রানা নামের দুই জনকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ । 

মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি মামলা করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে ।