জেপি নিউজ ২৪ ডটকমঃ
মানিকগঞ্জের সিঙ্গাইরে ভূল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার ঘটনায় ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্সসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে সিঙ্গাইর থানা পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন, হাসপাতালের নার্স শিরিনা আক্তার(২৮), আয়া দিপালি রাণী দাস(২৮),ক্যাশিয়ার জাহিদ খান(৫২)।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নবজাতকের বাবা শুকুর আলী বাদি হয়ে হাসপাতালের মালিক ডা. মাহমুদা সুলতানা সাকিসহ ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার। রাতেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অস্ত্রোপচারের পর নবজাতকটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। নবজাতকটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, ভুল চিকিৎসায় নবজাতকের বাবা শুকুর আলী বাদী হয়ে থানায় মামলা করার পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়। হাসপাতালের মালিককে গ্রেফতারে অভিযান চলছে।
জেপি/নি-৪/ডেস্ক