জেপি নিউজ ২৪ ডটকমঃ

প্রেম করে বিয়ে করার পর বছর না যেতেই গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করলেন মহুয়া মোহনা (১৮) নামে এক নারী।এঘটনায় তার স্বামী সোহানকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের দাবি, স্বামীর মানসিক নির্যাতন সহ্যৃ করতে না পেরে মহুয়া আত্মহত্যার পথ বেছে নেন।এর মধ্য দিয়ে মাত্র ১১ মাসের সংসার জীবনের ইতি টানলেন মোহনা।

নিহত মহুয়া মোহনা সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামের আঃ মুন্নাফের মেয়ে।মঙ্গলবার (৭ মার্চ) রাতে নিহতের বাবা বাদি হয়ে মহুয়ার স্বামী সোহান (২৫) তার চাচা লাবু ডাক্তার (৫৫) ও ফুফু সখিনাকে (৬৫) আসামি করে মামলা দায়ের করেন।

সোহান পার্শ্ববর্তী ফোর্ডনগর ভোতা পাড়া গ্রামের লেবু মিয়ার পুত্র।

নিহতের স্বজনরা জানান, মহুয়া মোহনের বিয়ের পর থেকেই তাকে সোহান তার চাচা লাবু ডাক্তার ও ফুফু সখিনার কু-পরামর্শে মানসিক নির্যাতন করতো। এ নির্যাতন সহ্য না করতে পেরে আত্নহত্যায় প্ররোচিত হয়ে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে স্বামীর বাড়ির পূর্ব ভিটার চৌচালা টিনের ঘরে আঁড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে মারা যান।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর ইসলাম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। মহুয়ার স্বামী সোহানকে গ্রেফতা করা হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারে চেস্টা চলছে।

জেপি/নি-৮/প্রতিনিধি।