জেপি নিউজ ২৪ ডটকমঃ
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও আবাদি জমি থেকে মাটি কেটে নেওয়ার দায়ে তিন যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দিবাগত রাতে উপজেলার বালিয়াখোড়া, বানিয়াজুরী, নালী, ঘিওর ও বড়টিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান। অভিযানে সোলেইমান হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, মো লুৎফর খানকে ৫০ হাজার অর্থদন্ড, আল আমিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়াও কয়েক হাজার ফুট পাইপ, ড্রেজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
ইউএনও হামিদুর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদেরকে এই দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।