উল্টোপথের গাড়ি ধাক্কায় জেপি গ্রুপের প্রাইভেটকার ক্ষতিগস্ত

জেপি নিউজ ২৪ ডটকম:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে চলা লেগুনার ধাক্কায় জেপি গ্রুপের একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেপি গ্রুপের এক কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল পৌনে ৭ টার দিকে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত ফারুক আহমেদ জানান, জেপি গ্রুপের প্রিমিও ব্যান্ডের প্রাইভেটকার নিয়ে তিনি আরিচা থেকে ঢাকা যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ডে রোড ডিভাইডার পার হওয়ার সময় উল্টো পথে আসা দ্রুতগতির একটি লেগুনা প্রাইভেটকারটির সামনে থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে উলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান আনিছসহ স্থানীয়রা চালককে আটক করে।

জেপি গ্রুপ ইন্টারন্যাশনালের সিইও বিক্রম আদিত্য রায় জানান, লেগুনা চালক নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চান। বিষয়টি জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ জানতে পেরে মানবিক কারনে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। একারনে কোন আইনগত পদক্ষেপ ও জড়িমানা আদায় না করেই লেগুনা চালকে ছেড়ে দেয়া হয়েছে। আহত ফারুক আহম্মদ হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন।

জেপি/নি-২/ ডেস্ক