জেপি নিউজ ২৪ ডটকমঃ
২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।সোমবার দিবাগত রাতে প্যারিসে মেসির হাতে বর্ষসেরা পুরস্কার 'দ্য বেস্ট' তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসি পেছনে ফেলেছেন দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজিমাকে।
বিশ্বের সব দেশের জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক আর ভক্তদের ভোটের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ফিফার বর্ষসেরার ফুটবলার। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হয়েছে এই পুরস্কার। এই সময়ে ৪৫ গোলের পাশাপাশি ৩৪টি এসিস্ট করেছেন মেসি। বিশ্বকাপের 'গোল্ডেন বল'ও উঠেছে তাঁর হাতে।
জেপি/নি-১/ডেস্ক
এই সময়ে ৭৭ গোল ও ৩২টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। বিশ্বকাপেও করেছেন ৮ গোল, জিতেছেন ‘গোল্ডেন বুট’। তবে বিশ্বকাপ জেতায় এমবাপ্পের চেয়ে এগিয়ে গেছেন মেসি। ফিফরো একাদশে থাকায় এমবাপ্পের হাতেও উঠেছে একটি পুরস্কার।
অনুষ্ঠান শেষে মেসিকে অভিনন্দন জানাতে ভুলেননি এমবাপ্পে। ট্রফি হাতে নিজের ছবি আপলোড করে ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, ‘বাসায় আসল আরো একটি ট্রফি। অনেক অভিনন্দন লিও মেসি, তুমি সর্বশ্রেষ্ঠ।’
জেপি/নি-১/ডেস্ক