জেপি নিউজ ২৪ ডটকমঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আওয়ামী লীগের এক নেতা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিবালয় ইউনিয়নের আড়পাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাউসার মোল্লার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় এবং ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে আওয়ামী লীগ নেতা কাউসার মোল্লার বাড়িতে হানা দেয় এক দল ডাকাত। এ সময় ডাকাত সদস্যরা বাড়ির বাইরের লোহার গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। আওয়ামী লীগ নেতার ছেলে সুমন আহমেদ ওরফে বাবু এবং তাঁর স্ত্রী ছিলেন। আওয়ামী লীগের নেতা কাউসার মোল্লা অসুস্থ থাকায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন; সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। ডাকাত দলের ডাকাত সদস্য ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সুমনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ‍যোগাযোগ করা হলে মুঠোফোনে সুমন আহমেদ জেপি নিউজকে বলেন, গতকাল সোমবার দুপুরে তাঁর বাবা কাউসার মোল্লা উপজেলা সদর থেকে বাড়িতে আসার পর অচেতন হয়ে পড়েন। অবস্থার পরিবর্তন না হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। রাতে তাঁর মাও বাবার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। রাতে ঘরের ভেতরে পাঁচ ডাকাত সদস্য ঢুকে শাবল ও ধারালো দেশিয় অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিয়ে আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ তাঁদের বাড়িতে যায়।

 সুমন আহমেদ দাবি করেন, আলমারিতে তাঁর দুই বোন ও মায়ের ২৬ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এ ছাড়া ছোট বোনের রাখা ৫ লাখ টাকা এবং মায়ের জমানো ৭ লাখসহ মোট ১২ লাখ টাকা ছিল। হজে যাওয়ার জন্য তাঁর বাবার বেশকিছু রিয়ালও ছিল ওই আলমারিতে। এসব স্বর্ণালঙ্কার ও টাকা ও রিয়াল ডাকাতেরা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

এ ঘটনার বিষয়ে আজ ‍বেলা একটার দিকে শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ওই বাড়িতে কেউ ছিলেন। এই সুযোগে চোরেরা তালা ভেঙ্গে ঘরে ঢুকে কিছু মালামাল নিয়ে গেছে। আমি ঘটনাস্থলে আছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

জেপি/নি-২৮/ডেস্ক