নেপালে ইয়েতি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পোখরা বিমানবন্দরের কাছাকাছি আসার পর কেউ ক্যামেরা দিয়ে ওই বিমানটি ভিডিও করে। এরপরই বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে।
৭২ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এ পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির উদ্ধার কর্মীরা। তবে ভাইরাল হওয়া ভিডিও ওই বিমানের কিনা তা নিশ্চিত হতে করতে পারেনি এনডিটিভি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি অল্প গতিতে আকাশে উড়ছে। এর আগেই একটি বিকট শব্দ হয়।
বিমানটিতে ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। যার মধ্যে ৬ শিশুও রয়েছে। এছাড়া ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রুশ, ২ জন কোরিয়ান এবং ১ জন আর্জেন্টিনার যাত্রী ছিল। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের একজন করে যাত্রী ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েতি বিমান সংস্থা।
https://www.ndtv.com/video/news/news/video-claims-to-show-nepal-plane-moments-before-crash-676858