যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম বাড়ছে। গত শুক্রবারও ভারতীয় রুপির মূল্য বেড়েছে। গত ২ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমেছে। ফলে সুদের হার কম বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই খবরে মার্কিন মুদ্রা ডলারের দরপতন ঘটছে। সেই সঙ্গে রুপির মান ঊর্ধ্বমুখী হয়েছে।
ওই কার্যদিবস শেষে প্রতি ডলার বিক্রি হয় ৮১ দশমিক ৩২৫০ রুপিতে। গত এক মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। এর আগে ডলারপ্রতি দাম ছিল ৮১ দশমিক ৫৫ রুপি।
এ নিয়ে সেরা সপ্তাহ কাটালো রুপি। সাপ্তাহিক ভিত্তিতে গত ১১ নভেম্বরের পর যা সর্বাধিক। সবমিলিয়ে এসময়ে ডলারের বিরুদ্ধে ১ দশমিক ৭ শতাংশ শক্তিশালী হয়েছে ইন্ডিয়ান কারেন্সি।
এক বেসরকারি ব্যাংক ব্যবসায়ী বলেন, ওই দিন ৮১ দশমিক ৩০ রুপিতে ১ ডলার কিনেছে সরকারি খাতের ব্যাংকগুলো। এতে বোঝা যায়, আগামী সময়ে ডলারপ্রতি দাম থাকতে পারে ৮১ দশমিক ২০ রুপিতে বা তার আশপাশে।
মূল্যস্ফীতি প্রকাশের পর ডলার সূচক নেমেছে ১০২ পয়েন্টে। তাতে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিরুদ্ধে এশিয়ার অন্যান্য মুদ্রাও শক্তি ফিরে পেয়েছে। প্রায় প্রতিটিরই মূল্যমান ঊর্ধ্বমুখী হয়েছে।
গত ডিসেম্বরে ইউএস ভোক্তা মূল্য সূচক কমেছে। এ নিয়ে বিগত আড়াই বছরের মধ্যে তা কমলো। এতে সুদহার হ্রাস করতে পারে ফেড বলে আভাস পাওয়া গেছে। আগামী মাসে (ফেব্রুয়ারি) সেটা ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে তারা।