বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে মঙ্গলবার (১০ জানুয়ারি)। শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বিপিএলের ম্যাচকে সামনে রেখে চট্টগ্রাম পর্বের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। ঢাকার মতো একই দামে টিকিট পাওয়া যাবে চট্টগ্রামেও।
চট্টগ্রামে বিপিএলের টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা এবং সর্বোচ্চ দাম ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ১৫০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর পূর্ব ও পশ্চিম স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ ও ২০০ টাকা।
চট্টগ্রামে বিপিএলের টিকিট পাওয়া যাবে বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। সকাল ৯টা ৩০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বুথ খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট।
চট্টগ্রাম পর্বের বিপিএলের প্রথম ম্যাচে শুক্রবার দুপুর ২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় খেলবে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।