পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ অগ্রাধিকার পাওয়া নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শেখ হাসিনা ছাড়া বাকি তিনজন হলেন- হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
দুদক মহাপরিচালক বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজার আটটি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাত করেছেন, এমন অভিযোগে গত ১৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে বর্ণিত অভিযোগসমূহ কমিশন হতে অনুসন্ধানের নিমিত্ত মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর প্রেরণের জন্য দুদক কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ (জয়), তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও অন্যান্যের বিরুদ্ধে ববি হাজ্জাজের দাখিলকৃত অভিযোগ ও বিভিন্ন পত্রিকার ক্লিপিংয়ে বর্ণিত অভিযোগসমূহ কমিশন হতে অনুসন্ধানের নিমিত্ত মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর প্রেরণের জন্য দুদক সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট।
জেপি/নি-১৭/এমএইচ