logo
আপডেট : 17, December 2024 17:33
ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে কমিশন

ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে কমিশন

ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মত বিনিয়ম সভায় কমিশনের সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ কথা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এসময় জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, কমিশনের সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হোক। ওই এলাকার দাবির প্রেক্ষিতে আমরা দুটি বিভাগ করার পরামর্শ দিচ্ছি।

তিনি বলেন, এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগের দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। একটি ম্যাপ দেখলেই বুঝা যাবে সামনে দশটি বিভাগ, কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে। সব বিভাগকে টাচ করা হয়নি। এখানে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে টাচ করা হয়েছে, যাতে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ সেরকম হয়।

সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, যেকোনো ধরনের চাকারিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করবে।

এছাড়া উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনও পদোন্নতি দেওয়া হবে না। পরীক্ষায় ৭০ না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনও ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।

জেপি/নি-১৭/প