logo
আপডেট : 17, December 2024 16:14
জাতীয় নির্বাচনে ইভিএম নয়, ভোট হবে ব্যালটে: সিইসি

জাতীয় নির্বাচনে ইভিএম নয়, ভোট হবে ব্যালটে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ইভিএম-এ নয়, বরং ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে।

তিনি বলেন, আমাদের যারা স্টেকহোল্ডার, রাজনৈতিক দল-তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তী সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, দুই মাসের মধ্যে আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন। অনেকে বাদ পড়েছেন। অনেক বিদেশিরা ভোটার হয়েছেন। এগুলো যাচাই-বাছাই করে আমরা ওই তালিকা সংশোধন করব। সংশোধিত তালিকার আলোকেই ভোট হবে।

নির্বাচনী রোডম্যাপের বিষয়ে তিনি বলেন, আমরা পাবলিকলি কোনো রোডম্যাপ ঘোষণার চিন্তা করছি না। প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব।

জেপি/নি-১৭/এমএইচ