logo
আপডেট : 16, December 2024 18:59
ভারত বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়: আসিফ নজরুল

ভারত বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।

মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়।’

এর আগে, এক্সের এক পোস্টে মোদি লিখেন, আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

এখানে বাংলাদেশের নাম সুকৌশলে এড়িয়ে গেছেন তিনি। একইসাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী। তবে এমন অপচেষ্টা এবারই প্রথম করেননি মোদি। এর আগেও এ ধরণের কাজ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

জেপি/নি-১৬/এমএইচ