logo
আপডেট : 12, December 2024 18:01
মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল:

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ডক্টর ইমাম হোসেন, লাইব্রেরিয়ান প্রফেসর ডক্টর আবু জুবাইর, রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে অংশগ্রহণ করে।

এদিন মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেপি/নি-১২/এমএইচ