logo
আপডেট : 12, December 2024 16:13
৬২ কেজি গাঁজার গাছসহ গাঁজাচাষী গ্রেফতার

৬২ কেজি গাঁজার গাছসহ গাঁজাচাষী গ্রেফতার

রহিদুল ইসলাম, রাজশাহী:

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজা-সহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ফারুক হোসেন (৩২)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম (ডিএসবি) জানায়, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে একজন মাদক ব্যবসায়ীকে ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান রাত সোয়া ৩টায় চারঘাট মডেল থানাধীন নন্দনগাছি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মোঃ ফারুক হোসেন নিজের বসতবাড়ির মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করছে।

এমন সংবাদের ভিত্তিতে তিনি ফোর্স-সহ ভোর সাড় ৪টায় অভিযান পরিচালনা করে অবৈধ ২টি কাঁচা তাজা বড় গাঁজার গাছ মুলক ডালপালাসহ ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ মোঃ ফারুক হোসেন’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

জেপি/নি-১২/এমএইচ