logo
আপডেট : 12, December 2024 16:25
একুশে পদকজয়ী পাপিয়া আর নেই

একুশে পদকজয়ী পাপিয়া আর নেই

মারা গেছেন একুশে পদক প্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পীর স্বামী সারওয়ার আলম। মৃত্যুকালে এই গুণী সংগীতশিল্পীর বয়স ছিল ৭২ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছিলেন তিনি। এর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতীয় নেওয়া হয়েছিল।

সংগীত শিল্পীর স্বামী বলেন, আজ মরদেহ বারডেমের হিম ঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

দেশের স্বনামধন্য রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। পাপিয়া সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত গমন করেন।

তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন। পাপিয়া ১৯৯৬ সালে গীতসুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।

কণ্ঠশিল্পী পাপিয়া ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।

জেপি/নি-১২/প