logo
আপডেট : 12, December 2024 15:23
আয়নাঘর ছিল, গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

আয়নাঘর ছিল, গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

আয়নাঘর, নির্যাতন ও গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, র‍্যাবের বিরুদ্ধে গুম ও খুনের কিছু অভিযোগ আছে। এ বিষয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, র‌্যাবের আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। তদন্তের স্বার্থে জুলাই বিপ্লবের পর সেভাবেই রাখা হয়েছে।

তিনি বলেন, সব কিছু সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই। একই সঙ্গে কারও নির্দেশে এসব অপরাধে র‍্যাব আর জড়িত হবে না সেটি আমি নিশ্চয়তা দিচ্ছি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। পরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের কারণে ওই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‍্যাবের পোশাক পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, র‍্যাবের পোশাক পরিবর্তনের ব্যাপারে দাবি উঠেছে। আমরা চিন্তা-ভাবনা করছি।

তিনি বলেন, পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যিনি পোশাকটি পরবেন তারা। আমরা প্রতিদিন ইউনিফর্ম পরি, আপনারা প্রতিদিন প্যান্ট শার্ট, স্যুট, পায়জামা-পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাক পরেন। একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরেন না কেন আমরা ভালো জিনিসে পাবো। কিন্তু একজন খারাপ ব্যক্তি যে পোশাকই পরেন না কেন আমরা ভালো জিনিস কিন্তু পাবো না। এখানে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির মানসিকতা। এরপরও আমরা র‍্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখেছি।

এছাড়া আর কোন কোন বিষয়ে সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জেপি/নি-১২/এমএইচ