logo
আপডেট : 12, December 2024 14:26
শেখ হাসিনার বিবৃতিতে ভারতের সমর্থন নেই: বিক্রম মিশ্রি

শেখ হাসিনার বিবৃতিতে ভারতের সমর্থন নেই: বিক্রম মিশ্রি

সম্প্রতি বাংলাদেশ সফরে উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যদের কাছে ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি।

বৈঠকে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। এটি দুই দেশের সম্পর্কের জন্য একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করেন তিনি বলেন, এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের যোগাযোগমাধ্যম ব্যবহার করে বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দেয় না। কারণ তৃতীয় কোনো দেশে রাজনৈতিক হস্তক্ষেপ পরিহার ভারতের ঐতিহ্য।

উল্লেখ্য, সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে ঢাকার সাথে আলোচনা করতে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি।

জেপি/নি-১২/এমএইচ